ইউটিউব চ্যানেলের সমস্যার সমাধান
Bangladeshi Software এটি একটি কোম্পানি। আমরা বিভিন্ন কাজ করে থাকি তার বিনিময়ে সার্ভিস চার্জ নিয়ে থাকি। ফ্রিতে কাউকে হেলপ করা আমাদের পক্ষে সম্ভব না । ইউটিউব চ্যানেলে আমাদের অসংখ্য ভিডিও দেওয়া আছে সম্পুর্ন ফ্রিতেই আপনারা সেগুলো দেখে শিখে নিজে নিজে আপনাদের চ্যানেলের সমস্যাগুলো সমাধান করে নিতে পারেন।
আর আপনি যদি আপনার চ্যানেলের সমস্যা সমাধান না করতে পারেন তাহলে আমাদের কাছে করে নিতে পারবেন। এই জন্য আপনাকে আমাদের সার্ভিস চার্য প্রদান করতে হবে । আমাদের মিনিমাম সার্ভিস চার্য ১০০ টাকা থেকে শুরু। আপনার সমস্যার পরিমানের উপর নির্ভর করে আমরা কত টাকা সার্ভিস চার্য রাখবো সেই বিষয়ে আলোচনা সাপেক্ষের মাধ্যমে আপনি আমাদের এই সার্ভিস টি গ্রহন করতে পারেন।
আমাদের সার্ভিস টি গ্রহন করার জন্য সর্বপ্রথম বিকাশের মাধ্যমে ১০০ টাকা সেন্ড মানি করুন ০১৭১৯১৮২৫৮৬ আমাদের পারসোনাল বিকাশ নাম্বারে। তারপর কল করুন ০১৭১৯১৮২৫৮৬ নাম্বারে এবং আপনার সমস্যাটির কথা বলুন আর সমাধান করে নিন। অনেক ক্ষেত্রেই সমস্যা সমাধানের জন্য আমাদের প্রয়োজন হবে আপনার কম্পিউটার এক্সেসের এই জন্যই আগে থেকেই কম্পিউটারে টিম ভিউয়ার সফটওয়্যার টি ইন্সটল করে রাখুন। আর আপনি যদি একদম বিগিনার হয়ে থাকেন তাহলে ফোনের মাধ্যমে আমাদের ইন্সট্রাকশনগুলো ফ্লো করুন।
ছোট সমস্যার জন্য টাকা কেনো নেন
বাংলাদেশি সফটওয়্যার যেহেতু একটি কোম্পানি , তাই এটি শুধু টাকার বিনিময়ে সার্ভিস দিয়ে থাকে।
সমস্যা অনেক বড়
সমস্যা যত বড় হোক না কেনো আমরা সমাধানের জন্য সর্বাত্তক চেষ্টা চালিয়ে যাবো । প্রয়োজনে কম্পিউটার এক্সেসের মাধ্যমে সমস্যা সমাধান করা হয়।
কপিরাইট জনিত সমস্যা
কপিরাইট স্ট্রাইক জনিত সমস্যার সমাধান করা হয়। ৭ দিন থেকে ১০ দিনের ভিতরেই।
অ্যাডসেন্স সমস্যা
অ্যাডসেন্স জনিত সমস্যা গুলো দেখা হয় এবং টিম ভিউয়ার এর মাধ্যমে সমাধান করা হয়।
সমস্যা ছোট
সমস্যা ছোট হলে ফোনের মাধ্যমেই সমাধান করা হয়। মিনিমাম চার্য ১০০ টাকা।
চ্যানেল সেটিং সমস্যা
ইউটিউব চ্যানলের সেটিং কাস্টমাইজেশন ও সকল প্রকার সুবিধা আমরা ২৪ ঘন্টার ভিতর দিয়ে থাকি।
গাইডলাইন স্ট্রাইক সমস্যা
চ্যানেলের গাইডলাইন স্ট্রাইকের সকল প্রকার সমস্যার সমাধান করা হয়। যতটুক সম্ভব ।
ভিডিও ইডিটিং সমস্যা
কোন একটি জিনিস আপনি করতে পারছেন না সেটি আপনি আমাদের কাছে অনলাইনের মাধ্যমে শিখে নিতে পারবেন।
FAQ and contact
Yes, these files are fully layered.
Click on the mask and click “B” for brush tool.
Click on the mask and click “B” for brush tool.